চট্টগ্রামে মন্দির ভিত্তিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান।
মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম -৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের চট্টগ্রাম জেলা কার্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং ২০২১ শিক্ষাবর্ষের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরন অনুষ্ঠান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মো: মমিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুন্ড স্রাইন কমিটির সাধারন সম্পাদক ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি, এডভোকেট চন্দন দাশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম -৫ম পর্যায় এর সহকারী প্রকল্প পরিচালক রিংকু শর্মা। অনুষ্ঠান শেষে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।