জামালপুরে ফৌজদারি মোড় হইতে ফেরি ঘাট পর্যন্ত শহর বাইপাসের রাস্তাটি এখন ফাস্টফুড, চটপটি ওয়ালাদের দখলে। ট্রাফিক পুলিশের নজরদারি না থাকায় বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোয় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি।
এক গলির শহর বল্লেই, মানুষ জামালপুর শহর কেই বুঝাতো। আর এই একগলি শহরের নাম মুছিয়ে দিতে জামালপুরের উন্নয়নের রুপকার,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপির প্রচেষ্টায়
জামালপুরে কয়েকটি বাইপাস নির্মানের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।আর এই পাইপাস গুলোর অন্যতম হলো বহ্মপুত্র নদের তীর ঘেষা প্রশস্ত এই রাস্তাটি। এলাকা বাসির অভিযোগ,সকাল বেলায় রাস্তাটি থাকে সিএনজি ও অটোরিকশা র” দখলে আর বিকেল বেলায় ফাস্টফুড ও চটপটি ওয়ালারা দখল করে নিজেদের মত করে রাস্তায় চেয়ার টেবিল বসিয়ে রীতিমত করে যাচ্ছে ব্যাবসা।
এ বিষয়ে এক পথচারী জানায়, রাস্তায় স্পিড বেকার না থাকার দ্রুতগতিতে চলছে মটর সাইকেল।এতে ঝুঁকির মুখে পথচারীরা ।
প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এটাই প্রত্যাশা এলাকাবাসীর।