মানববন্ধনে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভূক্তভোগী মোঃ বেলাল মাঝি, মোঃ ফারুক, নাজমা বেগমসহ একাধিকরা বলেন, মনপুরা উপজেলার মাহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার রেবু তাদের পৌতিক ও ক্রয়কৃত জমি জোর দখল করে আসছে। অনেকের কাছ থেকে সরকারিভাবে জমি বন্ধবস্ত দেওয়ার কথা বলে ৬০-৭০ হাজার টাকা করে নিয়েও জমি দিচ্ছেন না। এবং উপজেলার গরীব ও অসহায় মানুষকে সরকারিভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে টাকা নিয়েও কোন সুবিধা দিচ্ছেন না। টাকা ফেরত চাইলে তাদেরকে লোকজন দিয়ে হামলা চালিয়ে আহত করে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়া হুমকী দিতে থাকে।
একই এলাকার ভুক্তভোগী মো. মিলন ও মো. ফারুক, সালাহউদ্দিন জানায়, তাদের ওয়ারিশী চরযতিন ও চরজ্ঞান মৌজার ৩ একর ৪০ শতাংশ জমি গত ১৫ বছর ধরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার রেবু জোরপূর্বক ভোগ দখল করে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ মিমাংশা হলেও সে ক্ষমতার প্রভাব দেখিয়ে তা উপেক্ষা করে আসছে। এমনকি উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা করে হয়রানি করে আসছে। বিষয়টি নিয়ে বিরোধীয় জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সে ওই জমিতে ঘর উত্তোলন ও টিউবওয়েল স্থাপন করে আসছে। এবং আমাদেরকে পুলিশি হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
[…] মনপুরায় পরভিন আক্তার রেবুর বিরুদ্ধে … […]