নোয়াখালীঃ নোয়াখালী হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে অবস্থিত তমরদ্দি বাজার জামে মসজিদ।দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ এই মসজিদ। পুরনো এই মসজিদ হাতিয়ার বিখ্যাত মসজিদ।
পুরনো এই জামে মসজিদ নতুন করে নির্মাণ কাজ চলছে ।
তমরদ্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফররুখ আহমদ এই মসজিদের সভাপতি । মসজিদ নতুন করে নির্মাণ কাজে তদারকি ও দেখাশোনা করতে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেন বর্তমান তমরদ্দি ইউনিয়ন চেয়ারম্যান । প্রধান শিক্ষক এম বিল্লা স্যার, আলহাজ্ব হোসেন মিয়া , আলহাজ্ব মাইন উদ্দিন মিয়া, ও বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার আলাউদ্দিন মিয়া, আলহাজ্ব মহিউদ্দিন মিয়া।
মসজিদ নতুন করে নির্মাণ করতে দানশীল ও সমাজসেবক ব্যক্তিবর্গের মানসিক ও সার্বিক সহযোগিতা কামনা করেন মসজিদ পরিচালনা কমিটি।
মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও প্রাক্তন চেয়ারম্যান কামাল উদ্দিন মিয়া ও সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।