জামালপুরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু।আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে প্রতীক পাওয়ার পর থেকেই আনুষ্ঠানিক প্রচার প্রচারনা শুরু করে দিয়েছেন প্রার্থীরা। শুক্রবার (১২ ফেব্রুয়ারী ) সকাল থেকে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে প্রতীক নিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসতে থাকেন। এরপরই প্রতীক দিতে শুরু করেন রিটার্নিং কর্মকর্তা।
ব্যাপক উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে চলে প্রতীক বরাদ্দ। কাঙ্খিত প্রতীক বরাদ্দ পেয়েই আনন্দ উল্লাসে মেতে উঠেন প্রার্থীর সমর্থক রা” ইতমধ্যে গুরতে শুরু করে দিয়েছে ভোটার দের দারে।
এরই মধ্যে প্রচার প্রচারনায় এগিয়ে আছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ছানোয়ার হোসেন ছানু । প্রচারনার অংশ হিসেবে ১৩ ফেব্রুয়ারী শনিবার পৌরসভার ১২ ওয়ার্ডে তার সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ীতে বাড়ীতে গিয়ে তার নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। ভোটার দের সারা পেয়ে বিজয়ী হবার শতভাগ আশাবাদী নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ছানোয়ার হোসেন ছানু।
(১১ ফেব্রুয়ারী) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জামালপুর পৌরসভায় মোট ২৭ জন কাউন্সিলর ও ৫ জন সংরক্ষিত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। অপরদিকে আপিলে ১ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়।
মেয়র পদে লড়াইয়ে এখন আওয়ামী লীগের নৌকা প্রতীকের ছানোয়ার হোসেন ছানু,বিএনপির ধানের শীষ প্রতীকে এডঃ ওয়ারেছ আলী মামুন, ইসলামি আন্দোলন বাংলাদেশ চরমোনাই এর হাতপাখা মার্কায় মুফতী মোস্তফা কামাল। কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে রাজিব সিংহ সাহা কে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত পদে ১৩ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে থাকবেন। ১২ টি ওয়ার্ডে ৪২টি ভোট কেন্দ্রে ১লক্ষ ৮ হাজার ৭শত ২৭ জন ভোটার ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ।
[…] […]
What a sobering and beautifully written first-hand account, Jeff. Thank you so much for being there and for taking us with you. Frances Chrissy Sholeen Prisca Ewan Macey
Ahaa, its pleasant dialogue on the topic of this piece of writing at this place at this website, I have read all that, so at this time me also commenting here.| Yoshiko Cletis McDowell
whoah this blog is fantastic i love reading your articles. Keep up the good work! You know, many people are hunting around for this info, you could aid them greatly. Lesya Roi Chara