৭ মাসের মধ্যে রাজশাহী জেলায় সর্বনিম্ন করোনা শনাক্ত
৭ মাসের মধ্যে রাজশাহী জেলায় সর্বনিম্ন করোনা শনাক্ত
৭ মাসের মধ্যে রাজশাহী জেলায় সর্বনিম্ন করোনা শনাক্ত।
রাজশাহী জেলায় সাত মাসের মধ্যে সবচেয়ে কম করোনা শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।
গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত জেলায় ৩০৮ জনের নমুনা পরীক্ষায় মাত্র ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় সবশেষ ৪ জনের করোনা শনাক্ত হয়েছিল গত ৯ ফেব্রুয়ারি।
এদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৯। চলতি বছরের মধ্যে এটি সর্বনিম্ন শনাক্তের হার বলে নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মো. কাইয়ুম তালুকদার।
চলতি বছরের মে মাসের পর থেকে জেলায় করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকে। এর মধ্যে গত জুন-জুলাই মাসে এক দিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়।
ওই সময় দৈনিক শনাক্তের হার ৩০ থেকে ৪০-এর ঘরে থাকত।
একই সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ উপজেলা পর্যায়ে করোনায় আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাও বেশি ছিল।
তবে গত আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে করোনার সংক্রমণ ও শনাক্তের হার কমতে থাকে।
চলতি মাসে এই হার ১০–এর নিচে নেমে এসেছে। তবে আজই প্রথম শনাক্ত ৫ শতাংশের নিচে নামল এবং এটি এ বছরের মধ্যে সবচেয়ে কম।